সিস্টেম সম্পর্কে কিছু কথা

Home

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। এটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্হ জেলা পর্যায়ে দপ্তর। জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত ঠিকাদার/সরবরাহকারীদের ঠিকাদার তালিকাভুক্তি ও নবায়ন সংক্রান্ত সেবা কার্যাদি সহজিকরণের লক্ষ্যে পরিষদের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন আওতায় বর্তমান ব্যবস্থাকে ডিজিটাইজড্ করা হয়েছে। এটি নামকরণ : ঠিকাদার ডাটাবেজ সিস্টেম। সেবা গ্রহিতা যে কোন ব্যক্তি যে কোন প্রান্ত থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইটে (www.rhdc.gov.bd ) প্রবেশ করে  অভ্যন্তরীণ ই-সেবাসমূহ অপশনে ঠিকাদার লাইসেন্স তালিকাভুক্তি ও নবায়ন-  এ ক্লিক করে এ সিস্টেম খুলে চাহিদা অনুযায়ী  আবেদন/নবায়ন/পেমেন্ট যে কোন অপশনে ঢুকে নির্ধারিত ফরম পূরণ করে কাঙ্খিত সেবা গ্রহণ করতে সক্ষম হবে। এর ফলে সেবা গ্রহিতাদের সময়, খরচ ও যাতায়াত কমবে।